ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. সংস্থা ও সংগঠন
  15. সাক্ষাৎকার
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের আগামী এক বছরের জন্য  কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শামীম হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইকবাল।

 

 

শনিবার (২৬ জুলাই) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমরান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

 

 

এছাড়াও সহ-সভাপতি হিসেবে নাদিয়া জাহান নিতু, রাশেদুল ইসলাম, ফারজানা রহমান সম্পা ও সাইদ আফলাল আলিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাঈম অধিকারি, নুসরাত জাহান মনি, রাজদ্বীপ দাশ ও ইসতিয়াক আহমেদ আবিদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আসমা আক্তার স্বর্না, ফারহা খানম, হিমাদ্রি হিমু ও রফিকুল ইসলাম তারেক, প্রচার সম্পাদক হিসেবে  খাদিজা আক্তার (নাইমা),  দপ্তর সম্পাদক হিসেবে মোঃ জুবায়ের হোসেন, অর্থ সম্পাদক হিসেবে ইব্রাহীম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে সুমাইয়া আক্তার মীম, ক্রীড়া সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক হিসেবে ধমনিকা কুগা হালদার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে জেসিয়া আসফি খান, সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে অনন্যা, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নাসরিন জাহান নীলাসহ ৮  জন সদস্য ও ১৬জন ছাত্র উপদেষ্টা  মনোনীত হয়েছেন।

 

 

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন , “বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পদে নির্বাচিত হওয়া আমার জন্য শুধু একটি সম্মান নয়, বরং এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার। আমাদের এই সংগঠন শুধুমাত্র বরিশালের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি আমাদের ঐক্য, সংস্কৃতি ও সম্ভাবনার প্রতীক। আমি  সবার কাছে দোয়া চাই যাতে সংঘঠনের সবার সক্রিয় সহযোগিতা ও পরামর্শ নিয়ে এই সংগঠনকে আরো গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যেতে পারি।”

 

 

নব মনোনীত সভাপতি শামীম হাসান ইয়াদ বলেন, “বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য এক গৌরবময় দায়িত্ব। আমি এই দায়িত্বের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা এবং নেতৃত্বগুণ দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করে যেতে চাই। এই সংগঠন শুধু একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম নয়, এটি বরিশাল বিভাগের শিক্ষার্থীদের একতা, পারস্পরিক সহায়তা এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। আমি সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী , এবং পূর্বতন নেতৃত্ব ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। “

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: