ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. সংস্থা ও সংগঠন
  15. সাক্ষাৎকার
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারে আটকে গেছে ববির মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি
জুলাই ২১, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে একটিমাত্র খেলার মাঠ। কিন্তু এই মাঠটিই সংস্কারের নাম করে খুড়ে ও মাটির স্তূপ করে খেলাধুলার অনুপযোগী করে রাখা হয়েছে দীর্ঘদিন। ফলে খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এতে সংস্কারের নামে মাঠেট এমন বেহাল দশা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, গত মে মাসের শুরু দিকে মাঠ সংস্কারের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা। এসময় মাঠে হালচাষ দেওয়া হয়, যা ছিল সংস্কারের প্রস্তুতিমূলক ধাপ। কিন্তু ছুটি শেষ হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ফিরে এলেও সংস্কার কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখনো মাঠের অবস্থা হালচাষের পরিত্যক্ত জমির মতোই। পরে জুন মাসে মাটি দিলেও কাজ এগোয়নি। এতে করে শিক্ষার্থীরা দীর্ঘদিন খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত মাঠ সংস্কারের কাজ সম্পন্ন করে মাঠটি খেলাধুলার উপযোগী করে তোলা হোক।

খোঁজ নিয়ে জানা গেছে, মাঠটিতে ১৫ লাখ টাকা ব্যয়ে মাটি ফেলে সংস্কারের একটি কাজ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মে মাসের শেষ দিকে কাজটি শুরু করলেও এখনো মাটি ফেলে শেষ করতে পারেনি। প্রায় ৩০০ গাড়ি মাটি ফেলার কথা থাকলেও এখন পর্যন্ত মাটি ফেলা হয়েছে মাত্র ৬০-৭০ গাড়ি। এখন বৃষ্টিকাল হওয়ায় মাটি সংগ্রহ করতে না পারায় কাজ থমকে আছে। মাঠে ভালোমানের মাটি ফেলার কথা থাকলেও নিম্নমানের বালুযুক্ত মাটি ফেলা হচ্ছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সিফাত বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা মাঠে অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ক্রীড়াপ্রেমীদের জন্য হতাশাজনক। এছাড়া, হল টুর্নামেন্টের ইনডোর অংশ শেষ হলেও আউটডোর পর্ব সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা দ্রুত মাঠ সংস্কার সম্পন্ন করে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা করছি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল টিমের অধিনায়ক কাজি সালমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে মাটি তুলে সংস্কার করা হচ্ছে। কাজটি অনেকদিন আগে শুরু হলেও এখনো শেষ করতে পারেননি সংশ্লিষ্টরা। বৃষ্টির সময় হওয়ায় মাটি পাওয়া যাচ্ছে না বলে আমরা জেনেছি। এতে আমরা খেলাধুলা করতে পারছি না। প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুত সংস্কার কাজ শেষ করে মাঠটি খেলাধুলার উপযোগী করার জন্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুরশিদ আবেদীন বলেন, বৃষ্টির কারণে আশপাশের জমিগুলো জলমগ্ন হয়ে থাকায় ঠিকাদার প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না। তবে মাঠ সংস্কারের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে, যার মেয়াদ শেষ হবে আগামী ১৮ আগস্ট। আশাকরছি এর মধ্য কাজটি শেষ করতে পারব।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: