উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতি-র নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সকল পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোসলেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ কাজী গোলজার হোসেন
সাধারণ সম্পাদক।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি, কাজী মোঃ এজাজ, সহ-সভাপতি মোহাম্মদ হাসেম, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান কচি , মোঃ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান মোহাম্মদ মাসুম বিল্লাহ, সমাজকল্যাণ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক কাজী আবু কালাম, প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন সোহেল, প্রবাসী কল্যাণ সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন নিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ নুরুল আলম, ধর্ম সম্পাদক ফরহাদ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কায়সার আলম চৌধুরী।
নতুন কমিটির নেতৃবৃন্দ মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতিকে আরও সক্রিয়, মানবিক ও সমাজমুখী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।