ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. সংস্থা ও সংগঠন
  15. সাক্ষাৎকার
আজকের সর্বশেষ সবখবর

প্রিটি লিটল বেবি’ খ্যাত কনি ফ্রান্সিসের মৃত্যু

ডেস্ক নিউজ, ক্যাম্পাস পোস্ট
জুলাই ১৭, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বসংগীত জগতের এক উজ্জ্বল তারা নিভে গেল। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

 

কনির ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস ফেসবুকে একটি পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

 

চলতি জুলাই মাসের শুরুতে হঠাৎ তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কনি। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার জটিলতা বাড়লে তাকে নেওয়া হয় আইসিইউতে। এর মাঝেই গত ৪ জুলাই কনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।’ সেটিই ছিল তার শেষ বার্তা।

 

‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’—এই গানগুলো কনিকে এনে দিয়েছিল বিশ্বজুড়ে জনপ্রিয়তা। তার গলায় প্রকাশ পাওয়া ‘প্রিটি লিটল বেবি’ গানটি রেকর্ড হয়েছিল ৬৩ বছর আগে। তবে সম্প্রতি তা আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নতুন প্রজন্মের কাছেও ফের পরিচিত হয়ে ওঠেন কনি ফ্রান্সিস।

 

১৯৩৭ সালে নিউ জার্সির নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন কনি ফ্রান্সিস। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র চার বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। অ্যাকর্ডিয়ন বাজাতেনও সাবলীলভাবে। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: