ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. সংস্থা ও সংগঠন
  15. সাক্ষাৎকার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ 

রাফি হোসেন, কুবি প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্র*লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

 

বুধবার (১৬ জুলাই) বিকাল পাঁচটার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে হামলার নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

 

এসময় শিক্ষার্থীরা ‘গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি?’, ‘৩২ গেছে যে পথে, টুঙ্গিপাড়া যাবে সেপথে’, ‘গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘বীর বাঙালি লাঠি ধরো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ সহ বিভিন্ন স্লোগান দেন।

 

চল্লিশ মিনিট ধরে অবরোধ কর্মসূচি চলে। এসময় রাস্তার দুইদিকে যানজট সৃষ্টি হয়। জন ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত অবরোধ কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।

 

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন, সদস্য সচিব জিয়া উদ্দিন মু. রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল ইসলাম। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যবৃন্দসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়া উদ্দিন মু. রুবেল বলেন, ‘জুলাই আন্দোলনের অগ্রনায়কদের দেশগড়ার যে পদযাত্রা শুরু করেছেন জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ গিয়েছিলেন। সেখানে এই অগ্রনায়কদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছি।’

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের নায়কদের ওপর স্বৈরাচারের দোসরদের সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা আজকে মহাসড়ক অবরোধ করেছি। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচার করতে হবে।’

 

উল্লেখ্য, পূর্বে ঘোষিত কর্মসূচী হিসেবে আজ (১৬ জুলাই) গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। এসময় সমাবেশ স্থলে চেয়ার ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করেন গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্র*লীগের কর্মীরা। রাস্তায় পুলিশ সদস্যদের মারধর ও পুলিশের কাভার্ড ভ্যানে আগুন এবং ইউএনও’র গাড়িতে হামলা করেন। সর্বশেষ তথ্যমতে উক্ত সংঘর্ষের ঘটনায় দুইজন নিহতের তথ্য পাওয়া গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: