ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. সংস্থা ও সংগঠন
  15. সাক্ষাৎকার
আজকের সর্বশেষ সবখবর

কুবি শিক্ষার্থীদের দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

রাফি হোসেন, কুবি প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সালমানপুর এলাকায় দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গত ৮ মে থেকে ৮ জুলাই পর্যন্ত দুইমাস ব্যাপী দুটি স্কুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সালমানপুর গ্রাম এবং অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানান কার্যক্রম পরিচালনা করেন।

 

বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী সালমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থীদের মাস্ক, লিফলেট বিতরণ ও প্র্যাক্টিকালি হাত ধোয়া শিখনো হয়। সালমানপুর গ্রাম এবং বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ এবং শিক্ষার্থী ও গ্রামবাসীদের মাঝে সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়।

 

লিফলেট এবং অনলাইনে স্বাস্থ্য সচেতনত না হওয়ার কারনে কি কি রোগ হয়? সেগুলো প্রতিরোধের উপায় কি? যেখানে সেখনে ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

 

গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষিকা আয়েশা আক্তার বলেন, “আমাদের বাচ্চারা এই কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় জানতে পেরেছে। তারা বিভিন্ন রোগ সম্পর্কে জেনেছে এবং সেগুলো থেকে পরিত্রানের উপায় সম্পর্কে জেনেছে। তারা এগুলো পরিবার এবং সমাজে ছড়িয়ে দিতে পারবে সেই আশা করি।”

 

ক্যাম্পেইন পরিচালকের একজন আব্দুল্লাহ বলেন, “বহু শিশু এখনো জানেই না কেন খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া জরুরি, কিংবা কোন ডাস্টবিনে কোন ময়লা ফেলতে হয়। আমরা চাই, এই ছোট্ট অভ্যাসগুলো থেকেই তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠুক এবং ভবিষ্যতে তারা নিজেকে ও সমাজকে সুস্থ রাখতে পারে।”

 

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ‍‍’পাবলিক রিলেশনস‍‍’ কোর্সের অধীনের এসাইনমেন্ট হিসেবে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: