ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. রাজনীতি
  15. সংস্থা ও সংগঠন

ভোলার তজুমদ্দিনে রেজিস্ট্রেশন নম্বর ভুলে পরীক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক নিউজ, ক্যাম্পাস পোস্ট
জুলাই ২৯, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিনে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার কারণে মানসিক চাপ সহ্য করতে না পেরে তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।

 

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তাকে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৯টার দিকে নিজ বাড়িতে সে কীটনাশক পান করে বলে জানান তার স্বজনরা।

 

তনু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রানী দাস দম্পতির একমাত্র মেয়ে। সে তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

তনুর মা উজ্জলা রানী দাস বলেন, “সোমবার ছিল জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শেষে বাসায় এসে সে বারবার বলছিল রেজিস্ট্রেশন নম্বর ভুল করে ফেলেছে, সে আর পাস করবে না। আমরা তাকে সান্ত্বনা দিই। সন্ধ্যা পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও রাত ৯টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে রুমে গিয়ে দেখি সে কীটনাশক খেয়ে ছটফট করছে।”

 

পরবর্তীতে দ্রুত তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলায় রেফার করেন। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তনুকে মৃত অবস্থায় আনা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন বলেন, “তরুণীটি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।”

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: