ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. সংস্থা ও সংগঠন
  15. সাক্ষাৎকার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক নিয়োগের দাবিতে কুবির ফার্মেসী বিভাগের অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

রাফি হোসেন, কুবি প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু্বি) ফার্মেসী বিভাগে অতিদ্রুত শিক্ষক সংকট নিরসনে অন্তত পাঁচজন শিক্ষক নিয়োগের এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন বিভাগের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া অবধি অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছেন তারা।

 

১৬ জুলাই (বুধবার) বিকাল ৩টার দিকে ফার্মেসী বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ফার্মেসী সোসাইটির সহ-সভাপতি আতেফা নাহার, সাধারণ সম্পাদক মো. ইয়াছিনসহ সোসাইটি এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এসময় সংবাদ সম্মেলনে বিভাগ সংশ্লিষ্টরা অভিযোগ জানিয়ে বলেন, গত কয়েক মাস ধরে ফার্মেসী বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সঠিকভাবে ক্লাস ও পরীক্ষা পরিচালিত না হওয়ায় শিক্ষার্থীরা একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

এই সংকট নিরসনে এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া অবধি তাদের ঘোষিত কর্মসূচি হলো— ১. এই মুহূর্ত থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন। সেমিস্টার ফাইনাল ও ভাইবা এর আওতামুক্ত থাকবে। ২. আগামী রবিবারের মধ্যে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না এলে, সোমবার থেকে উপাচার্য দপ্তর ও বিজ্ঞান অনুষদের ডিন অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

 

 

এ বিষয়ে ফার্মেসি সোসাইটির সহ-সভাপতি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতেফা নাহার লিয়া বলেন, “আমাদের বিভাগ বর্তমানে মারাত্মক শিক্ষক সংকটে রয়েছে। নিয়মিত শ্রেণিকক্ষের পাঠদান, গবেষণা কার্যক্রম এবং ল্যাব ক্লাসগুলো প্রত্যাশিতভাবে পরিচালিত হচ্ছে না।এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা শিক্ষাজীবনে অনিশ্চয়তা অনুভব করছি।”

 

দাবির বিষয়ে তিনি বলেন, “আমাদের একমাত্র দাবি—যত দ্রুত সম্ভব পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হোক, যেন আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যায়। আমরা উন্নতমানের শিক্ষার পরিবেশ চাই, যা আমাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।”

 

যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম ভূঁইয়া বলেন, “শিক্ষা আমাদের অধিকার।  আমাদের পরিপূর্ণভাবে,  নির্দিষ্ট শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।  আমরা যদি শিক্ষক সংকটের কারণে প্রপার শিক্ষাটা না পাই। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আজ আমরা আমাদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছি। আশা করবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অতিসত্বর আমাদের শিক্ষক নিরশন করে ক্লাসে ফিরিয়ে নিবে। না হয় আমরা আরো কঠোর অবস্থানে যাবো ইনশাল্লাহ।”

 

বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘ফার্মেসি বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। দুই’শ ক্রেডিটের পাঁচ বছর মেয়াদি এই কোর্স ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চার বছরে রূপান্তর করা হলেও মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম চালানো খুবই কঠিন। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু ইউজিসি পর্যাপ্ত জনবল না দিলে আমাদের কিছু করার থাকে না। শিক্ষার্থীরা আজ ভিসি স্যারের সাথেও কথা বলেছে, কিছু নির্দেশনা পেয়েছে বলেও শুনেছি।’

 

শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি এবং ওদের সাথে কথা হয়েছে। ওরা জানিয়েছে, আগামী সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করবে। আমি আশা করি ইউজিসি দ্রুত শিক্ষকদের বরাদ্দ দেবে।’

 

উল্লেখ্য, বিভাগটির মোট ১২ জন শিক্ষকের মধ্যে সাতজনই আছেন শিক্ষা ছুটিতে। বাকি পাঁচজন শিক্ষক দিয়ে চলছে আটটি ব্যাচের ৩০০ জনের উপরে শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: