বাংলা ভাষার প্রতি অবহেলার আরেকটি নজির রাখল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সংবাদকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল বানানের ছড়াছড়ি লক্ষ্য করা গেছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মোহাম্মদ আলী। এই সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নামের বানানসহ মোট ১৯টি ভুল শনাক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে থাকা ভুলগুলো হলো—খ্রিস্টাব্দ, চীফ, মাদরাসা, দূর্নীতির, উদযাপন, অথিতি, ঐক্যমতের, দাড়াতে, দূর্নীতিমুক্ত, কর্মকর্ত, কর্মচারিবৃন্দ, মাদরাসার, শিক্ষাথী, ২,০০০০০, টকার, শহীদ আবু সাইদ গ্রান্থাগার, গ্রান্থাগার ও নাম করণ। এ ছাড়াও রয়েছে বিরামচিহ্নের ভুল ব্যবহার ও বাহুল্যদোষ।