ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. আইন ও আদালত
  2. ইতিহাস, সংস্কৃতি ও বিনোদন
  3. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষা
  5. খেলার সংবাদ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. তারুণ্য
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. ফিচার
  11. বই ও গ্রন্থাগার
  12. মাদ্রাসা
  13. মুক্ত কলাম
  14. রাজনীতি
  15. সংস্থা ও সংগঠন

ববি ক্যাম্পাস জুড়ে জলাবদ্ধতায় নাকাল শিক্ষার্থীরা

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বর্ষা এলেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সামান্য বৃষ্টিতে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন আশপাশসহ ক্যাম্পাস জুড়ে সকল সড়কগুলোতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে মূল ফটকের সামনে থেকে প্রশাসনিক ভবনের নিচতলার যাতায়েত পথটুকুতে হাটু সমান পানি থাকে। কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্যাম্পাসের ভিতরেও একই চিত্র দেখা যায়।

এতে শিক্ষার্থীদের নিয়মিত তীব্র ভোগান্তি পোহাতে হয় ।

 

শিক্ষার্থীরা অভিযোগ, প্রতি বছর বর্ষাকালে একই চিত্র দেখা গেলেও কোনো স্থায়ী সমাধান নেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরাবরই তারা নীরব ভূমিকায় থাকেন।

 

সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বাধ্য হন জুতা হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে নোংরা পানির ভেতর দিয়ে ক্লাসে যেতে হয়। প্রবেশপথে জমে থাকা পানি ও ভাঙা রাস্তা শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করে।

 

এ নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শহিদ আফ্রিদি বলেন, “ হালকা বৃষ্টিতেই ক্যাম্পাসের রাস্তাগুলোর বেহাল দশা হয়ে পড়ে । কিছু স্থানে হাঁটা তো দূরের কথা, কোথাও কোথাও পানি এতটাই বেশি যে, পা টেনে চলতে হচ্ছে, জুতা জামা ভিজে একাকার। যদি ড্রেনেজ ব্যবস্থা থাকতো বা রাস্তা উঁচু করা যেত, তবে শিক্ষার্থীদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরের সামনের চিত্রটি, যেখানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করে, এটি কোনো বিশ্ববিদ্যালয়ের চিত্র হতো পারে না, এসব জায়গা জলাবদ্ধতা নিরসন এখনই জরুরি।”

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন প্রশ্ন রেখে বলেন, “জুতা হাতে ক্লাসে যাওয়া যেন আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। এটা কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে?”

 

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. তানভীর হোসেন আক্ষেপ করে বলেন, জ্ঞানচর্চার জন্য বিশ্ববিদ্যালয়ে এসে পানি ডিঙ্গিয়ে এভাবে ক্লাসে যাওয়ার পর অনুভব হয়, যেন আমরা জলাশয়ে এসে পৌঁছেছি। পানির মধ্য দিয়ে জুতা খুলে বা ভিজিয়ে ক্লাসে যাওয়ার দৃশ্য বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার বিষয়।” তিনি আরো বলেন, “প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে আমরা বারবার হতাশ হচ্ছি।”

 

জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদিন দায় সাড়া জবাবে বলেন, “উদ্যোগ নেয়ার বিষয়টি আমার কাজ নয় ।এ মুহুর্তে আমি একটা মিটিংয়ে আছি ।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: