চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পড়ুয়া নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আশফিকুর রহমান তামিম, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. রুবেল হোসেন ও মো. শামীম হোসাইন।
গত শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় বিশ্ববিদ্যালয়ের সোসাল সাইন্স অডিটোরিয়ামে এসোসিয়েশন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক সভাপতি তামজিদুল ইসলামের সভাপতিত্বে ও সদ্য-সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেসালাত লিসানের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (পিবিআই) আ.জ.ম ওমর ফারুক, লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো: দিদারুল আলম, ব্র্যাক ব্যাংক মাইজদী শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: সায়েদুজ্জামান সুজন, চট্টগ্রামের
সুবর্ণচর উপজেলা সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ অহিদের রহমান নয়ন, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক মইনুল হোসেন রিপন।